সাজেক ভ্যালী এবং খাগড়াছড়ি ভ্রমণ প্যাকেজ।
দু’পাশে আকাশচুম্বি পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে বৃক্ষরাজি। দূরের পাহাড়ে মেঘের গড়াগড়ি দেখতে মেঘের রাজ্য সাজেক অতুলনীয়। জ্যোৎস্না রাতের আলোয় কাছে কিংবা দূরের পাহাড়ের ভাঁজে ভাঁজে জেগে ওঠে ঘন সাদা কুয়াশা। এমনই ঘন যে, কুয়াশাকে মনে হয় মেঘের ভেলা। মেঘের ভেলায় ডুবে যাওয়া পাহাড়ের চূড়াকে মনে হবে বিচ্ছিন্ন দ্বীপ। এমন অনুভূতি মিলবে সাজেকে। প্রিয়জন, বন্ধু বা পরিবার নিয়ে ভরা পূর্ণিমায় ঘুরে আসুন মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে। ❑ বিস্তারিতঃ https://bit.ly/2FLTqur ❑ হেল্পলাইনঃ + 88 01873 323 553, +88 0153 1183 253